সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের নেতাকর্মী ও হকারেরা।
মঙ্গলবার (২ মার্চ) বিকালে চাষাড়া থেকে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ একটি বিক্ষোভ মিছিল নিয়ে ২নং রেলগেট হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। উচ্ছেদের নামে জুলুম, নির্যাতন ও গ্রেফতার বন্ধ করতে হবে। হকার্স মার্কেট আধুনিক ও বহুতল ভবনে রুপান্তরিত করে পুনর্বাসন করতে হবে। পুনর্বাসনের আগ পর্যন্ত, জনগণের সাচ্ছন্দে চলাচলের ব্যবস্থা রেখে হকার দেওয়া হউক বলে নেতাকর্মীরা দাবী জানান।
এসময় হকারেরা পুনর্বাসনের আগ পর্যন্ত ফুটপাতে বসতে না দিলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ মিছিল চলবে বলে ঘোষণা দেন। হকার নেতারা বলেন, পর্যায়ক্রমে অন্যান্য কর্মসূচি ঘোষণা করবো, প্রয়োজনে সকাল সন্ধ্যা দুই বার বিক্ষোভ মিছিল করবো।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ সভাপতি আব্দুল রহিম মুন্সী, সাধারণ সম্পাদক আসাদসহ অন্যান্য হকার নেতাকর্মীরা।