সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
স্টাফ রিপোর্টার (আশিক)ঃ মালিতে কর্মরত জাতিসংঘ পুলিশের পুলিশ কমিশনার জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বোগানি ( Ms. Bettina Patricia Boughani) বাংলাদেশ পুলিশের ফর্ম পুলিশ ইউনিট-১ পরিদর্শন করে ভূয়শী প্রশংসা করেন।
তিনি পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর এটিই তার প্রথম পরিদর্শন। পরিদর্শনকালে মালিতে কর্মরত বাংলাদেশ পুলিশের এফপিইউ -১ ইউনিট কমান্ডার পুলিশ সুপার বেলাল উদ্দিন এর সাথে মতবিনিময়কালে বাংলাদেশ পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি মনে করেন মালিতে জাতিসংঘের যে ম্যান্ডেট, কোভিড সংক্রান্ত নির্দেশনা, একই সাথে সে বিষয়ে জাতিসংঘের সেক্সচুয়াল এক্সপ্লোটেশন ও এবিউস সংক্রান্তে (SEA) যে শূন্য সহিষ্ণুতা, সেটি বাংলাদেশ পুলিশ পুলিশের সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে প্রতিপালন করছেন। মালির জাতিসংঘ পুলিশ কমিশনার মনে করেন, ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের জাতিসংঘে কর্মরত ইউনিট সমূহ পেশাদারিত্বের এই ধারা অব্যাহত রাখবে।
পুলিশ কমিশনারের এই পরিদর্শনকালে এফপিইউ কো-অর্ডিনেটর মি: স্যামুয়েল সুগাবা হাম্মামযাবু ( Mr. Samuel Shugaba Hammanjabu)এবং অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হাসান সহ অন্যান্য পুলিশ অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বেলাল উদ্দিন মালি মিশন এর পুলিশ কমিশনারকে প্রথম বাংলাদেশ পুলিশের ইউনিটটি তার কার্যতালিকায় প্রথমে রাখার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশের জনগনের পক্ষ থেকে ইউনিট কমান্ডার পুলিশ কমিশনারকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করেন।