সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে জিউস পুকুরের দেবোত্তর সম্পত্তি সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবার থেকে উদ্ধার ও রক্ষার দাবীতে গণসমাবেশ হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত পুকুর পাড় এলাকাতে ওই সমাবেশে বক্তারা আইভীকে আবারো এ সম্পত্তি হিন্দুদের কাছে প্রদান করে নারায়ণগঞ্জবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। নতুবা আগামীতে আইভীকে এর খেসারত দিতে হবে হুংকার দেন।
এপ্রিলের মধ্যে আইভী উভয় কাজ না করলে মে মাসে কঠোর বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও কথা জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. নিম চন্দ্র ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি দীপক কুমার সাহা। নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির সাধার সম্পাদক শিখন সরকার শিপন।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ সভাপতি চন্দন শীল, আইনজীবী সমিতির সভাপতি মোহসীন মিয়া, চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, কাউন্সিলর নাজমুল আলম সজল প্রমুখ।