সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগীতায় ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জ।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সংসদের স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে যুক্ত হয়ে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলার পুরষ্কারটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের হাতে তুলে দেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) একেএম মাসুদুজ্জামান।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।