সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
বাংলাদেশ পুলিশ ক্রিকেটে এপিবিএন দল ডিএমপি দলকে ২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ পুলিশ ক্রিকেট চাম্পিয়নশিপ ২০২০ (আইজিপি কাপ) এর ফাইনাল ম্যাচ আজ শনিবার (২৩ জানুয়ারি) উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়।
২০ ওভারের টুর্নামেন্টে টসে জিতে ব্যাট করতে নেমে এপিবিএন দল সব উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ডিএমপি দল ১৪১ রানের জয়ের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১২০ রানে অলআউট হয়।
এপিবিএন’র আব্দুস সালাম সোহাগ ম্যান অব দি টুর্নামেন্ট এবং এপিবিএন’র মোঃ ইব্রাহিম ম্যান অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রোমাঞ্চকর খেলা উপভোগ করেন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আইজিপি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনে সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে, যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট কমান্ডারদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমন্ডলে ক্রিকেট পরাশক্তি হিসেবে আর্বিভূত হয়েছে। পুলিশের একটি টিম গঠনের মধ্য দিয়ে পুলিশ ক্রিকেট টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।