সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জের বন্দরে প্রথম পর্যায়ে দুই শতাংশ জমিসহ আধাপাকা নতুন ঘর পেলেন ভুমিহীন গৃহহীন ৩৫টি পরিবার।
শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর দুই শতাংশ জমিসহ আধাপাকা নতুন ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান।
দলিল হস্তান্তর উপলক্ষে বন্দর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ , স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল ,সহকারী কমিশনার(ভুমি) আসমা সুলতানা নাসরিন,বন্দর থানার ওসি দীপক কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,ছালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যা দেলোয়ার হোসেন প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর প্রমুখ।