সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
র্যাব-৪ এর ভেজাল বিরোধী অভিযানে সাভার এলাকায় ১টি বেকারিকে ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায়সহ বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংসকরণ করা হয়েছে।
র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এবং মোঃ মোজাম্মেল হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক, সাভার, ঢাকা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ন ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে নিম্নোক্ত ১ টি বেকারির মালিক’কে অর্থদন্ড প্রদান করা হয়।
আদি মোহাম্মাদীয়া বেকারী এন্ড সুইটস এর মালিক মোঃ নুরে আলম (৩৫), জেলা- ঢাকা এর নিকট হতে নগদ ২,৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও উক্ত বেকারী হতে বিভিন্ন ধরনার ভেজাল খাদ্য জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।