সকাল নারায়ানগঞ্জঃ দি প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখার অধীনে দুটি নতুন ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মাকের্টে আদমজী ইপিজেড শাখা ও বিকেলে ফতুল্লার শিবু মার্কেটে ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার প্রধান ও আঞ্চলিক প্রধান শহিদ হাসান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুর জব্বার চৌধুরী । আরো উপস্থিত ছিলেন, আমানা গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ওয়েস্ট এপ্যারেলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ হাসান মাহমুদ,আইএফএস টেক্সওয়ার(প্রাইভেট) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহম্মেদ শামীম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুর জব্বার চৌধুরী বলেন, আমরা আমাদের সেবাকে কাগজে কলমেই নয়, কাজের মাধ্যমে ধারণ করি। ইতিমধ্যে সারাদেশে ১১২টি শাখার মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো দেশের প্রতিটি স্তরের মানুষকে ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসা। কারণ অর্থনৈতিক মূল চালিকা শক্তি হলো ব্যাংক।যার জন্যে শুধু বড় ব্যবসায়ীদের নয় আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ব্যাংকিং সুবিধা দিয়ে যাচ্ছি। আমরা চাই সবাই সমৃদ্ধ হোক, দেশ সমৃদ্ধ হোক। যার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিসন তা সফল হবে।