সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
চলমান করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর বিশেষ শাখায় (সিটি এসবি) কর্মরত কনস্টবল মোঃ জহিরুল ইসলাম (৪৪)।
তিনি করোনা (COVID-19) ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ ডিসেম্বর ২০২০ তারিখে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
কনস্টবল মোঃ জহিরুল ইসলাম ১৯৭৬ সালের ২ জুলাই লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালের ২ অক্টোবর কনস্টবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। একজন গর্বিত পুলিশ সদস্য হিসেবে দেশ ও জনগণের সেবা করে গেছেন তিনি।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।