সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ২১ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বন্দর শাহীমসজিদস্থ কাউন্সিলর কার্যালয় সংলঘ্ন সাধারন পাঠাগারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা প্রতিবাদে মূখর হয়ে ক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,হকার ইস্যু নিয়ে একটি মহল নাটকীয়ভাবে নিয়াজুলকে বাদী বানিয়ে অস্ত্র ছিনতাই ও হত্যার চেষ্টার অভিযোগ এনে নাসিক মেয়রের সমর্থিত ১৭জনের বিরোদ্ধে মামলা করেন। এর মধ্যে আমাদের ২১নং ওয়ার্ডের দুই দুই বারের জনপ্রিয় কাউন্সিলর হান্নান সরকারকেও আসামী করা হয়।
এতে পরিস্কার অনুধাবন করা যায় সরকারের উন্নয়ণকে বাধাগ্রস্থ করতেই একটি মহল কাউন্সিলরের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা করে। ষড়যন্ত্রমুলক এ নাটকীয় মামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন সোনাকান্দা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার যুগ্ম সম্পাদক এনামুল হক রোমান, এনায়েতনগর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন (আার্মি)।
বাড়ই পাড়া পঞ্চায়েতের সহ-সভাপতি আবুল বাসার, ঋষি পাড়া পঞ্চায়েতের সভাপতি সুলিল বাবু, নায়াপড়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক আঃ গণি।
মাসুদ রানা রনি সঞ্চালনায় উপস্থিত ছিলেন,মোঃ সহীদ জামাল, হাফেজিবাগ পঞ্চায়েতের সদস্য মোঃ মাসুদ রানা রানি, মিয়া সুমন, বাবুল, সালেহনগরের জাহাঙ্গীর, মাছুদ, বাবু সিকদার। শাহি মসজিদের মেহেদী হাসান আপন, নয়াপাড়া পঞ্চায়েতের টিপু, মহিলাদের মধ্যে আকলিমা, কাজলি।শাহী মসজিদ পঞ্চায়েতের রাজা কামাল রাজা, সালাহউদ্দিন, আমিরসহ ২১নং ওয়ার্ডের ব্যাক্তিবর্গ।