সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর দারুস সালাম এলাকায় গরুর ট্রাক হতে ৪০ হাজার পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০,০০০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ০১ টি মোবাইল, ০৪ টি গরু এবং মাদক বিক্রিত নগদ ১২,৯২০/- টাকাসহ মাদক কারবারি মোঃ ইউনুস হোসেন (৩৮), জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেটকার প্রভৃতি বাহনে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকার মিরপুরসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।