1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
পুলিশে যুক্ত হলো অত্যাধুনিক অপারেশনাল গিয়ার 'টেকটিক্যাল বেল্ট' - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
হযরত শাহজালাল (রা:) এর ৭০৬ তম ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত মাওলানা ফেরদাউসুর রহমান কেন ক্লিন হছেনা শহীদ মিনার? জনমনে প্রশ্ন! তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা সভা না:গঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা, বিএসটিআই আইন লঙ্ঘনে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা না:গঞ্জে সিটিতে বসবে এবার ১৭টি পশুর হাট ঢাকা বিভাগীয় “তারুণ্যের সমবেশ” সফল করতে নারায়ণগঞ্জে যুবদলের জোর প্রস্তুতি রাষ্ট্রের সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে– ডিসি জাহিদুল ইসলাম আমরা নামলে কোন সন্ত্রাসী থাকতে পারবে না এড হুমায়ুন ১নং রেলগেইট ও খানপুরে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা 

পুলিশে যুক্ত হলো অত্যাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৩৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টার (আশিক)

বিজয় দিবসের  মাহেন্দ্রক্ষণে মুজিববর্ষে জনবান্ধব, আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে অত্যাধুনিক অপারেশনাল গিয়ার টেকটিক্যাল বেল্ট সংযোজিত হল।

আগামীকাল ১৬ ডিসেম্বর জাতির বিজয়ের দিন থেকে প্রাথমিক পর্যায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর  সদস্যরা নব সংযোজিত এ অপারেশনাল গিয়ার ব্যবহার করে জনগণকে উন্নত সেবা প্রদান করবেন’। 


ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ পুলিশে নব সংযোজিত সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্যকালে একথা বলেন। 


ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার  সালেহ  মোহাম্মদ তানভীরের নেতৃত্বে সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 


আইজিপি বলেন, উন্নত দেশের আদলে পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালনকালে সাধারণত যেসব সরঞ্জামাদি ব্যবহার করতে হয় তা এ বেল্টে এমনভাবে সংযোজন করা হয়েছে যাতে তারা ‘হ্যান্ডস ফ্রি’ রেখে দায়িত্ব পালন করতে পারেন। এর ফলে উন্নত দেশের পুলিশের ন্যায় বাংলাদেশ পুলিশের গেট আপে পরিবর্তন আসবে, পুলিশের দক্ষতা বাড়বে এবং জনগণকে আরও সহজে তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব হবে।


আইজিপি বলেন, বিশেষ ক্ষেত্রে অপারেশনাল দায়িত্ব পালনকালে পুলিশ অন্যান্য অস্ত্র ব্যবহার করবে। তিনি বলেন, পর্যায়ক্রমে সকল মেট্রোপলিটন, রেঞ্জ এবং জেলায় এ অপারেশনাল গিয়ার চালু করা হবে। 


পুলিশ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশের আধুনিকায়ন করা হচ্ছে, যার অন্যতম সংযোজন এ ‘টেকটিক্যাল বেল্ট’। আগামীতেও পুলিশে আধুনিক সরঞ্জাম সংযোজনের ধারা অব্যাহত থাকবে। 


পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, পুলিশের সাজসরঞ্জামের পরিবর্তন হলো ‘হার্ডওয়্যারে’ পরিবর্তন আনা।  আমাদেরকে ‘সফটওয়্যারে’ পরিবর্তন আনতে হবে। অর্থাৎ পুলিশ সদস্যদের আচরণে পরিবর্তন আনতে হবে। প্রত্যেকটি পুলিশ সদস্য জনগণের সাথে এমন আচরণ করবেন যাতে তারা অনুকরণীয় হতে পারেন। এজন্য প্রয়োজন পুলিশ সদস্যদের মনোজগতের পরিবর্তন। 


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানা হবে মানুষের ‘ভরসাস্থল’। আমরা সেভাবেই থানাগুলোকে গড়ে তুলছি। 


ছয় চেম্বারের টেকটিক্যাল বেল্টে থাই হোলেস্টার উইথ আর্মস, ওয়ারলেস, হ্যান্ডকাপ, এক্সপান্ডেবল ব্যাটন, টর্চ লাইট ও ওয়াটার বটল রয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL