সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
স্ট্রিট লাইটের আলোয় বদলে গেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড এলাকা।
সোমবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় আরসিম ও ইস্পাহানি একরামপুর এলাকায় এ স্ট্রিট লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুউদ্দিন আহমেদ দুলাল প্রধান ও ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন।
বন্দরের আরসিম ও ইস্পাহানি এলাকায় বিভিন্ন সড়ক, রাস্তার মোড়, হাট বাজার ও জন গুরুত্বপূর্ণ স্থানে এসব স্ট্রিট লাইট স্থাপনের ফলে এলাকা গুলো আলোকিত হয়ে উঠেছে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি তানভীর আহম্মেদ সোহেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কিতাব আলী, জাকির হোসেন, রফিক,অপু, রানা, টোটন, কামাল, দলিল মির্জা, মুক্তি খান, আবদুল।