সকাল নারায়ণগঞ্জঃ
কুষ্টিয়ায়বঙ্গবন্ধুশেখমুজিবুররহমানেরভাস্কর্যভাঙ্গারপ্রতিবাদেরবিক্ষোভমিছিলওসমাবেশেউত্তালছিল নারায়ণগঞ্জ।
রবিবার (৬ডিসেম্বর)নারায়ণগঞ্জমহানগরআওয়ামীলীগনেতৃবৃন্দরাশহরজুড়েবিক্ষোভসমাবেশওমিছিলকরেন।
এছাড়াও, শহরের২নংরেলগেইটথেকেচাষাড়াপর্যন্তবিক্ষোভমিছিলকরেনারায়ণগঞ্জমহানগরআওয়ামীলীগেরনেতাকর্মীরা।
আওয়ামী লীগের কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো.আনোয়ার হোসেন বলেন, বাবুনগরীর দল ষড়যন্ত্র শুরু করেছে। তারা বলে রক্তের বন্যা বইয়ে দিবে। তারা শাপলা চত্বরে বলেছিল বঙ্গভবন দখল করবে, কিন্তু আধ ঘন্টার মধ্যে লেজগুটিয়ে নিয়েছিল। আজ বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। করোনা দ্বিতীয় পর্যায়ে আসা নিয়ে সরকার স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছেন। সারা বিশ্ব যেখানে করোনার প্রাদুর্ভাবে ভিত, সেখানে স্বাধীনতা বিরোধী চক্রান্ত আবার শুরু হয়েছে। ইরাক, ইরানসহ বিভিন্ন জায়গায় ভাস্কর্য রয়েছে। তারা বাংলাদেশের বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বির্তক সৃষ্টি করছে। স্বাধীনতা বিরোধীরা, বিএনপি-জামায়াত জোট জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষকে উচকানি দিয়ে বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে।
এ সময় উপস্তিথ ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.খোকন সাহা, এড.মাহমুদা মালাসহ প্রমূখ।