সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
ফুল দিয়ে অভ্যর্থনা, ক্রেস্ট ও উপহার দিয়ে বিদায় দেয়া হয়েছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামানকে।
রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেয়া হয়।
উক্ত অনুষ্টানে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, মোঃ আসাদুজ্জামান তার কর্মকালীন সময়ে আইন শৃঙ্খলার দিকে অনেকটাই উন্নতি করেছেন। ফুটপাত হকারমুক্ত রাখার বিষয়েও তিনি কঠির দায়িত্ব পালন করেছেন। আমাদের চাকরি বলির চাকরি যে কেউ বদলি হতে পারে। তিনি এই থানায় থাকা অবস্থায় কাউকে দ্বিতীয় ফোন দিতে হয়নি প্রথম ফোনেই তিনি পদক্ষেপ নিতেন। তিনি সবসময় সত্য কথা বলতেন। অনেকের মধ্যেই এই প্রেক্টিস নাই। নতুন ওসিও অনেক দক্ষতা সম্পন্ন। স্বাগত জানাই নতুন ওসিকে।
ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, আপনাদের সাথে আমার অনেক কাজের স্মৃতি রয়েছে৷ আমাদের বর্তমান পুলিশ সুপার স্যারের সাহায্যে যত দ্রুত সম্ভব আমরা দেরি না করে তা সম্পন্ন করেছি। আমি অনেককেই শাসন করেছি, কিন্তু শুধু তা কাজের ক্ষেত্রে যেন শাসন করলে কাজটা দ্রুত সম্পন্ন করা যায়। তারা যেন ঘটনাস্থলে দ্রুত আগে ভাগে পৌছাঁতে পারে। অনেকে রা ঘুমাইসেন আবার ফোন দিলে আমাকে সহযোগিতা করেছেন। আমাদের সার্কেল এসপি স্যার আমাদের অভিভাবক। স্যার সৎ, নিষ্ঠা ও পেশাদারিত্বের অফিসার।
সদর থানার নতুন ওসি মোঃ শাহজামান বলেন, এখানে উপস্থিত আছেন আমার একজন প্রিয় স্যার মেহেদী ইমরান স্যার। আমার পরিচয় আমার নাম মোঃ শাহজামান। আমার ২টি সন্তান ২টি ছেলে ও ১টি মেয়ে।
আমার বাড়ি বরিশাল মেহেদীগঞ্জ। আমি আসাদুজ্জামান স্যারের সাথে এর আগেও কাজ করেছি। সাভার থানায় স্যার অফিসার ইনচার্জ ছিলেন আর আমি সেকেন্ড অফিসার ছিলাম। তখন ২০১৩ সালের রানা প্লাজায় ২২ দিন আমরা একসাথে কাজ করেছি। স্যারের তুলনায় আমি কিছুই না স্যার ১১টি থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ওসি মোঃ আসাদুজ্জামান, ওসি মোঃ শাহজামান, তদন্ত মোঃ মোস্তাফিজুর রহমান, চাষাড়া ফাড়ির ইনচার্জ ওসি মোঃ ওয়াহিদুজ্জামান সহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।