সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ডের ১৫ জন নারী উদ্যোক্তার মাঝে নাসিকের সিডিসি থেকে ১৫টি সেলাই মেশিন ও পুজি হিসেবে ১হাজার ৪শ টা প্রদান করেছেন সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
সোমবার ( ১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে কাউন্সিলর শকুর কার্যালয়ে এই সেলাই মেশিন ও নগদ অর্থ ১৫ জন নারী উদ্যোক্তার মাঝে বিতরন করা হয়।
কাউন্সিলর শকু বলেন, করোনার সময় অতিক্রম করছি আমরা। এর মধ্যে নাসিকের সিডিসি থেকে প্রশিক্ষণ নিয়ে ১৫ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হল। নিজেদের যোগ্য অনুযায়ী আপনারা এই অর্থ ও মেশিন দিয়ে পরিশ্রম করে আত্ননির্ভরসশীল হয়ে উঠবেন।
অনেকে অর্থ স্বামীকে বা সেলাই মেশিন বিক্রি করে ঘরের জিনিসপত্র ক্রয় করার অভিযোগ রয়েছে, সেই অভ্যাস থেকে আমাদের বের হতে হবে। সরকার নাসিকের মাধ্যমে আপনাদের সহযোগিতা করে যাচ্ছে, সেই সুযোগ আপনারা গ্রহণ করুন। করোনা সময়ে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
শীতে করোনা আক্রান্তের সম্ভাবনা বেশী হতে পারে, তাই সকলকে সতর্ক থাকতে হবে।