সকাল নারায়ণগঞ্জঃ
মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদৌস উর রহমান বলেন স্বাধীনতার পর দেশের ইতিহাসে দেখা যাচ্ছে কোনো সরকার নারীদের জানমালের নিরাপত্তা দিতে পারেনি ।
সোমবার বিকেল ৫টায় নগরীর প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক গনধর্ষন নিযার্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরও বলেন নোয়াখালী এখলাছপুরে নারী কে বিভ্রস্ব করে বর্বর নির্যাতন করা হলো অথচ অদ্য পর্যন্ত নারায়নগন্জের নাসিক মেয়র, সাংসদ ও বিএনপি আওয়ামীলীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখলাম না,ধর্ষকদের বিচার না হলে আগমীতে নারায়নগন্জে কঠোর কর্মসূচী দিয়ে রাজপথ রেলপথ নৌপথ বন্ধ করে দেওয়া হবে। এসময় আরও বক্তব্য রাখেন মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হারুন উর রশিদ, মাওলানা মুফতি হান্নান প্রমূখ।
এর আগে বাদ আসর ডি আই টি মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবে এসে বক্তব্য ও দোয়ার মধ্যে দিয়ে কর্মসূচী সমাপ্তি করে।