সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের পর প্রায় অনেক মুসল্লি দগ্ধ হন। তার মধ্যে একজন ছিলেন সাংবাদিক নাদিম। এই ঘটনার পর তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তাকে ভর্তি করা হয়।
সেখানে ২ দিন আইসিউ ইউনিটে নাদিম চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু গত ৫ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে নাদিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাদিমের মৃত্যুতে তার সাংবাদিক বন্ধুদের একটি ছবিতে থাকা সকলেই তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।
উক্ত ছবিতে সাংবাদিক নাদিমের সাথে সাংবাদিক জামাল তালুকদার, সাংবাদিক কাইয়ুম, সাংবাদিক লিংকন, সাংবাদিক রাজু, সাংবাদিক পাভেল, সাংবাদিক বদিউজ্জামান সহ আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সেই ছবির স্মৃতি মনে করে ছবিতে থাকা সকল সাংবাদিক নাদিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।