সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্যে ব্যবহৃত হয় জীবানুনাশক টানেল। আর এই সকল জীবানুনাশক টানেল বসানো হয় বিভিন্ন মার্কেটে ও জনবহুল জায়গায় যেখানে মানুষের লোক সমাগম বেশী।
নারায়ণগঞ্জের চাষাড়া সমবায় মার্কেট, শান্তনা মার্কেট, সায়াম প্লাজা ও মার্ক টাওয়ার সহ অনেক মার্কেটের নিচেই লাগানো হয় জীবানুনাশক টানেল। কিন্তু সেই জীবানুনাশক টানেলগুলো এখন শুধুই ডিস্প্লে মাত্র। জীবানুনাশক টানেল এখন শুধু নামে মাত্র নেই তার কোনো কাজ। জীবানুনাশক টানেলগুলো মার্কেটে প্রবেশ করার পূর্বে ক্রেতারা যেন সুরক্ষিত হয়ে মার্কেটে ঢুকতে পারে তার জন্যেই জীবানুনাশক টানেল বসানো হয়। কিন্তু এখন সব জীবানুনাশক টানেলগুলোই অকেজো। এতে করে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশংকা খুবই বেশী। মার্কেট কর্তৃপক্ষ জীবানুনাশক টানেলের ঠিক না করে মার্কেট চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে চাষাড়া মার্ক টাওয়ারের নিচে জীবানুনাশক টানেল এখন পার্কিং এর কাজে ব্যবহৃত হচ্ছে। একেতো জীবানুনাশক টানেলটি নষ্ট আবার তার উপর সেখানে পার্কিং করে রাখা হয়েছে মোটরসাইকেল।
এ বিষয়ে প্রশাসনের নজরদারি দাবী করেছেন সাধারণ জণগণ।