সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জে তল্লায় বায়তুল সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনা নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। বিস্ফোরণের ঘটনা নাশকতামূলক বলে আশঙ্কা করছেন তিনি।
বিস্ফোরণের ঘটনায় ঊর্ধ্বতন পর্যায় তদন্তের দাবি করেন সরকারদলীয় এই সাংসদ।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদ পরিদর্শনে যান শামীম ওসমান। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
শুক্রবার (৪সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাম জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদের ভেতরে থাকা অধিকাংশ ব্যক্তিই দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ৩৭ জনকে ভর্তি করা হয়। মোট দগ্ধ হয়েছেন ৪২ জন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন মারা গেছেন।
নিহতরা হলেন : মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), সাব্বির (২২), জুয়েল (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), হুনায়ন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম(৪৩), রিফাত(১৮), জুনায়েদ (১৭), কুদ্দুছ ব্যাপারী (৭২), রাশেদ(৩০), জয়নাল (৫০) ও মাইনুদ্দিন (১২)।