সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নারায়নগঞ্জের ট্রাফিক পুলিশ।
যানজট নিরসনে ট্রাফিক বিভাগ আন্তরিকতার সহিত নিরলসভাবে সকাল ৬টা হতে রাত ১০টা পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
সমস্যা পাহাড় সমান। আর তার সামনে তাদের মত কয়েকজন মানুষ দায়িত্ব পালন করছেন এখানে। অস্ত্র বলতে ছোট্ট একটা বাঁশি। তা নিয়েই সমস্যার সমাধানে কাজ করে চলেছেন। হাইড্রোলিক হর্ন, দ্রুতগতির যানবাহন, বেপরোয়া গতি, হুটার, বিকন লাইট, উল্টো পথে চলাচল এবং মোটরসাইকেলের আরোহীদের হেলমেটসহ সব ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক সদস্যগণ। জেব্রা ক্রসিং এর আগে Stop লাইন বরাবর গাড়ি থামানো এবং স্টপেজ ছাড়া যত্রতত্র গাড়ি থামানোর বিরুদ্ধেও কাজ করছেন তারা।
ট্রাফিকের পোষাক পরিহিত ঠোঁটে বাঁশি নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকা পিযুষ যানবাহন আসা যাওয়ার সময় অনিয়ম দেখে অসহায়ের মতো তাকিয়ে থাকে।
টিআই সোহরাব এর নেতৃত্বে নারায়ণগঞ্জে ট্রাফিক কঠোর পরিশ্রম করে যাচ্ছে।