1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সম্মিলিত সঞ্চয় তহবিল নামে এক ভূয়া সমিতির মালিক রমজান আলীর খপ্পরে পরে প্রায় ১৫কোটি টাকা আত্মসাত - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
তথ্য প্রযুক্তির যুগে সাক্ষরতা অর্জনে ডিজিটালাইজেশন অত্যাবশ্যক। – আনন্দধাম  মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ  ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান সোনারগাঁয়ে সাড়ে সাত’শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশে ই-সিগারেট উৎপাদনের পায়তারা সোনারগাঁয়ে ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান  দিলেন মাসুদুজ্জামান জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা

সম্মিলিত সঞ্চয় তহবিল নামে এক ভূয়া সমিতির মালিক রমজান আলীর খপ্পরে পরে প্রায় ১৫কোটি টাকা আত্মসাত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

সম্মিলিত সঞ্চয় তহবিল নামে এক ভূয়া সমিতির মালিক রমজান আলীর খপ্পরে পরে প্রায় ১৫কোটি টাকা আত্মসাতের অভিযোগ করে গ্রাহকরা। 


বুধবার (২ই সেপ্টেম্বর) সকালে ১নং বাবুরাইল এলাকার বৌ-বাজারে সম্মিলিত সঞ্চয় তহবিল সমিতির কার্যালয় ঘেরাও করে ভুক্তভোগী গ্রাহকরা। এঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন সর্বহারা গ্রাহকরা।


লিখিত অভিযোগে বাদি বলেন, আমি মােঃ হৃদয় ( ২৯ ) , পিতা মােঃ রফিক মিয়া , সাং ০১ নং নয়াপাড়া , থানা ও জেলা নারায়ণগঞ্জ এই মর্মে বিবাদী ১ মােঃ রমজান মিয়া ( ৫২ ) , পিতা মৃত আঃ হক , সাং ০১ নং বাবুরাইল , টিপুর দোকানের সামনে , ২ শিপলু ( ৩১ ) , পিতা মােঃ আইয়ুব আলী , সাং আলসাবা , ভূইয়াপাড়া , উভয় থানা ও জেলা নারায়নগঞ্জ দ্বয়ের বিরুদ্ধে থানায় হাজির হইয়া লিখিত ভাবে অভিযােগ দায়ের করিতেছি যে , বিবাদীদ্বয় পরস্পর যােগসাজসে আমার নিকট হইতে সম্মিলিত সঞ্চয় তহবিল নামীয় একটা সমিতি খুলিয়া বিভিন্ন তারিখ ও সময়ে ২,৫০,০০০ / – ( দুই লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা এবং আমার বােন ০১।ঋতু ( ২৩ ) এর ৫.৫০,০০০ / – ( পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ০২ নাসরিন ( ২৬ ) , পিতা মৃত নুরুল হক , সাং ০১ নং বাবুরাইল , এর নিকট হইতে ৯,৬৩,০০০ / – ( নয় লক্ষ তিষট্টি হাজার ) টাকা , ০৩। মােঃ রুহুল আমিন ( ৪২ ) , পিতা মৃত মকবুল হােসেন প্রধান , সাং ০১ নং বাবুরাইল , বৌবাজার , এর নিকট হইতে ২,৫০,০০০ / – ( দুই লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ০৪ মােঃ তােফাজ্জল তালুকদার ( ৩৫ ) , পিতা মৃত মােতালেব তালুকদার , সাং ০১ নং বাবুরাইল , এর নিকট হইতে ৪.৫০,০০০ / – ( চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ০৫ মােসাঃ মাফিয়া বেগম ( ৩০ ) , স্বামী আনােয়ার হােসেন , সাং ০১ নং বাবুরাইল , তারা মসজিদ , মােবারক শাহ রােড , এর নিকট হইতে ৫,৫০,০০০ / – ( পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ০৬ মােসাঃ পান্না বেগম ( ২৫ ) , স্বামী জামাল , সাং পাইকপাড়া , নামা পাড়া , সােহেল এর বাড়ীর ভাড়াটিয়া , এর নিকট হইতে ১,০০০০০ / – ( এক লক্ষ ) টাকা , ০৭ মােস্তফা ( ৪৮ ) , পিতা মৃত সামছুদ্দিন , সাং ০১ নং বাবুরাইল , বৌবাজার , এর নিকট হইতে ১,৭০,০০০ / – ( এক লক্ষ সত্তুর হাজার ) টাকা , ০৮ মনি আক্তার ( ২৬ ) , পিতা মৃত নুর ইসলাম , সাং তাতীপাড়া , এর নিকট হইতে ২,০০০০০ / ( দুই লক্ষ ) টাকা , ০৯ শাহিদা বেগম ( ৪৬ ) , স্বামী মৃত ইউনুস , সাং ফরাজী কান্দা মসজিদ , এর নিকট হইতে ২,২০,০০০ / – ( দুই লক্ষ বিশ হাজার ) টাকা , ১০ পুস্প বেগম ( ৫৫ ) , স্বামী মােঃ আজিজ মিয়া , সাং ০১ নং বাবুরাইল , এর নিকট হইতে ৬,৫০,০০০ / – ( ছয় লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ১১ আঃ সামাদ ( ৬৮ ) , পিতা মৃত আঃ করিম , সাং বেপারী পাড়া , মােবারক শাহ রােড , এর নিকট হইতে ৩,৭০,০০০ / – ( তিন লক্ষ সত্তুর হাজার ) টাকা , ১২।বানা বেগম ( ৩৫ ) , স্বামী মােরশেদ আলম , সাং ০১ নং বাবুরাইল , ৩,০০০০০ / – ( তিন লক্ষ ) টাকাসহ আরাে অনেক লোকজনের নিকট হইতে অনেক টাকা আত্মসাং করে ।ইং ০১/০৯/২০২০ তারিখ বিকাল অনুঃ ০৫.০০ ঘটিকার সময় আমি সহ অন্যান্য লােকজন বিবাদীদ্বয়ের নিকট আমাদের পাওনা টাকা চাইতে গেলে বিদায় আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও আমাদের টাকা দিবে না মর্মে হুমকি প্রদান করে । অতএব , বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করিতে জনাবের একান্ত মর্জি হয় ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL