সকাল নারায়ণগঞ্জঃ
চাষাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাফেরা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় চাষাঢ়া মোড় ও শহীদ মিনারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল আইন ২০১৮ এর ২৫ এর ২ ধারা মোতাবেক ৬ জনকে জরিমানা করা হয়।
আব্দুল মতিন খান বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রায় প্রতিদিনই স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আজ দুপুর ১২টায় চাষাঢ়া মোড় ও শহীদ মিনারে এ বিষয়ে একটি অভিযোন পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়।’
তিনি আরো বলেন, ‘আমরা সবাই জানি, করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কিন্তু অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা দেখলাম, শহীদ মিনারে স্কুল কলেজের শিক্ষার্থীদের ভিড়। কাধে ব্যাগ ঝুলিয়ে তারা আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। আমি অভিভাবকদের অনুরোধ করবো, আপনারা সচেতন হন এবং সন্তানদের অযথা বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত রাখুন।’