সকাল নারায়ণগঞ্জঃ
শহরের বেশির ভাগ এলাকা এখন টানা বর্ষনে তলিয়ে রয়েছে হাটু সমান পানির নিচে। এইসব এলাকার ড্রেনগুলাতে যথাসময়ে নিস্কাসন না করার ফলে ড্রেনগুলাতে ময়লা আটকিয়ে টানা বর্ষনের কারনে সম্পূর্ন পানির নিচে তলিয়ে যায় এই এলাকাগুলা।
শহরের গলাচিপা,নন্দিপাড়া এবং এনায়েতনগর(লাকিবাজার)এছাড়া আরও বিভিন্ন এলাকায় স্থানিয় বাসিন্দারা এই ড্রেনের পানি দিয়ে পারাপার করার ফলে তাদের পায়ে দেখা দিচ্ছে এক কঠিন রোগের। এইসব এলাকার স্থানিয়রা জানান এই সব সড়কে প্রতিবার অল্প বর্ষনের ফলেই হাটু পরিমান পানির নিচে তলিয়ে যায় এই সড়ক।
এর কারনে তাদের সম্মুখিন হতে হচ্ছে নানান রকম কঠিন রোগের। পৌরসভা এবং সিটি মেয়রের কাছে কাছে তাদের একটাই দাবি এইসব সড়কের ড্রেনগুলাতে যাতে যথাসময়ে পানি নিস্কাসন করা হয়। যাতে এই নোংরা পানি জমাট হওয়ার ফলে তাদের আর কোন কঠিন রোগের সম্মুখিন হতে না হয়।