সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারী হয়েও জীবন যুদ্ধে থেমে নেই বাদামওয়ালী মোসাঃ কাকলী।
নামঃ মোসাঃ কাকলী। তিনি মাসদাইর গাবতলী এলাকার বাসিন্দা। গাবতলী নতুন বাজার ভুঁইয়া মোজাম্মেল ডাক্তারের বাড়িতে থাকেন তিনি। তার দুলাভাইয়ের নাম রুটিওয়ালা সালাম।
করোনার দুই মাস আগে থেকেই এই বাদাম ব্যাবসা শুরু করেন তিনি। এর আগেও বিভিন্ন জায়গায় চাকরি করতেন তিনি। কিন্তু চাকরি করতে গিয়ে বিভিন্ন কটু কথার স্বীকার হোন তিনি। এরপর থেকেই উদ্যোগ নেন নিজ পায়ে দাড়ানোর। আর শুরু করে দেন বাদাম ব্যবসা।
তিনি বলেন, আমি এই বাদাম ব্যবসা করেই আমার সংসার চালাই। আমার স্বামী মারা গেছেন। আমার একটা ছোট ছেলেও আছে। মা, বাবা বোন আছে। কিন্তু টাকা বা মুলধন না থাকার কারণে বাদাম বিক্রি করেই সংসার চালাতে হয়। আমার ইচ্ছে ছিলো ভালো কোনো ব্যবসা করা। কাপড়ের ব্যবসা করার ইচ্ছে ছিলো কিন্তু তা সম্ভব হয় নি।
নারায়ণগঞ্জ এর ৫ আসনের এমপি সেলিম ওসমান, লিপি ওসমান ও অয়ন ওসমানকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তারা তো খুব দানবীর, মহৎ মানুষ। গরীব অসহায়দের পক্ষে তারা এগিয়ে যান, সাহায্যের হাত বাড়িয়ে দেন।
তারা যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো আমিও একটু সচ্ছলভাবে আমার সংসার চালিয়ে যেতে পারতাম।