সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানা থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
২নং রেল গেইট থেকে শুরু করে চাষাড়া পর্যন্ত সকল হকার উচ্ছেদ অভিযানের নির্দেশ দেয়া হয়। কিন্তু চাষাড়া উচ্ছেদ হলেও উচ্ছেদ হয় না ২নং রেল গেইট এর হকার। ২নং রেল গেইট এর মনির রেস্তোরাঁ ও উচ্ছেদ হয় না। এছাড়াও চাষাড়া শহীদ মিনারের পাশে সিএনজি স্ট্যান্ড ও উচ্ছেদ হয় না।
চাষাড়া হকারদের দাবী, তারা গরীব মানুষ দিন আনে দিন খায়। তারা হকারে দোকানদারী করে তাদের আহার জুটায়। কিন্তু গতকাল শনিবার (৮ আগষ্ট) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক অপারেশন্স আবদুল হাই এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় তিনি একটি দোকান ভেংগে ফেলেন। এর আগেও আরও ৪-৫ টি দোকান ভেংগে দেয়া হয়।
ওইসব দোকান মালিকদের দাবি, তাদের দোকানের মুল্য ৪-৫হাজার টাকা। তাদের দৈনিক আয়ই বা কত টাকা যে তাদের দোকান ভেংগে দেয়া হয়।
এছাড়াও চাষাড়া শহীদ মিনারের পিছনের দোকান মালিকরা জানান, অভিযানে উচ্ছেদ করা যায় কিন্তু দোকানপাট কেন ভাংগা হয়।