সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
কুরবানীর পশুর হাট পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার।
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিধি মোতাবেক কুরবানীর পশুর হাট জমে উঠেছে। এসব হাটের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
সরেজমিনে তদারকি করতে আজ বুধবার (২৯ জুলাই), ২০২০ তারিখ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) মহোদয় পরিদর্শন করেন সদর থানা এলাকার দুইটি হাট।
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন কড়াইতলা ও কয়লা তলা পশুর হাট পরিদর্শনকালে হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তারা নারায়ণগঞ্জ জেলা পুলিশের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
অন্যবারের তুলনায় এবার পশুর হাটে যথেষ্ট শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব টি.এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব সুভাস চন্দ্র সাহা, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সালেহ উদ্দিন আহম্মেদ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) জনাব মোঃ রুবেল হক-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।