সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২৬ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৯৬৫ জনের প্রাণ গেল করোনায়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সোমবার (২৭ জুলাই) এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ের তথ্যমতে, আগে দেওয়াসহ গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৯টি । এর আগের দিন ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি নমুনা।
ব্রিফিংয়ে বলা হয়, মারা যাওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১১ জন।
ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘সচেতন হোন, সতর্ক থাকুন এবং রোগ প্রতিরোধে সহায়তা করুন। কোরবানির পশুর হাটের নীতিমালা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।’