সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার ও জিয়া হলের সামনে রাতের আধারে ছিনতাই করে ছিনতাইকারীরা।
নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার, জিয়া হল, সোনালী ব্যাংকের সামনে, গলাচিপার মোড়ে, উকিল পাড়ার মোড়ে ও ২নং গেট ফকিরটোলার সামনে থেকে এসব ছিনতাইকারীরা ঘুরে বেড়ায় ও ছিনতাই করে।
সকাল নারায়ণগঞ্জ অনলাইন পত্রিকায় প্রকাশিত হয় ছিনতাইকারীদের এই সংবাদ।
আর প্রকাশের পরই নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে কালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুছা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে মুন্সীগঞ্জ জেলার ভিটিহোগলা গ্রামের আবুল সরকারের ছেলে ও ড্রেজারের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারেক পারভেজ জানান, সিলেটের শেরপুর থেকে নারায়ণগঞ্জে সকালে আসে সে। পরে ২নং রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে আসলে তিনজন ছিনতাইকারী কবলে পড়ে। এসময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তাদেরদ মধ্যে ধস্তধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। এঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে এক ছিনতাইকারীকে স্থানীয় আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এই ছিনতাইকারী চক্রটিকে আইনের আওতায় আনা হোক।