সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
শহরে হকার উচ্ছেদ হচ্ছে, কিন্তু উচ্ছেদ হচ্ছে না শহরের বিভিন্ন জায়গায় গাড়ি পার্ক করা অবৈধ পার্কিং।
শহরে চাষাড়া থেকে ২নং রেলগেইট পর্যন্ত সারাদিন হকার উচ্ছেদ করে পুলিশ প্রশাসন। কিন্তু চাষাড়া মার্ক টাওয়ার নিচে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর নিচে একের পর এক মোটরসাইকেল ও প্রাইভেট কার রেখে রাস্তায় পার্কিং করা হচ্ছে।
এছাড়াও চাষাড়া শহীদ মিনারের পাশে পেট্রোল পাম্পের সাথে সিএনজি স্ট্যান্ড ও রাস্তার ওই পারে লেগুনা স্ট্যান্ড থাকায় রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে।
এসব অবৈধ পার্কিং এর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ ফুটপাত দিয়ে ঠিকমত চলাচল করতে পারছে না। সাধারণ মানুষের হেটে যাওয়ার জায়গায় ও পার্কিং করে রাখা হচ্ছে। এসব অবৈধ পার্কিং এর কারণে সাধারন মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিচ্ছে ও যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানায় সাধারণ মানুষ।
গরীব হকারদের উচ্ছেদ করা হচ্ছে। তাদের ফুটপাতে বসতে দেয়া হচ্ছে না। তাহলে বড়লোকদের আলিসান প্রাইভেট কার ও মোটরসাইকেল দিয়ে অবৈধ পার্কিং কেন উচ্ছেদ করা হচ্ছে না??