সকাল নারায়ণগঞ্জঃ
বিনামূল্যে করোনা টেস্ট ও কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার দাবীতে নারায়ণগঞ্জ মহানগর শাখা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে নগরীতে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে করোনা ভাইরাসের কারনে যে সকল যুবক বেকার হয়েছে তাদের কর্মসংস্থান এবং বেকার ভাতা দেয়ার দাবী জানান তারা।
বৃহস্পতিবার দুপুরে শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, সরকারের সকল সেক্টরে দূর্নীতির মহা উৎসব মেতে উঠেছে। আমরা কোন বিভাগের কথা বলব। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নিতীর শেষ নেই। করোনা প্রাদুর্ভাবের প্রতিরোধের জন্য সকল রাস্ট্র পরিকল্পনা গ্রহন করেছে। যারা যথাথয় পরিকল্পনা গ্রহন করেছে তারা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমরা এতই দুর্ভাগা জাতি সরকার দীর্ঘ সময় পাওয়ার পরেও এয়ারপোর্টে থার্মাল স্ক্যান বসাতে পারে নাই। স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা স্বাস্থ্যমন্ত্রীর নাতুশ নতুশ শরীর দেখেছি। তিনি সুস্থ্য অবস্থায় মাস্ক খুলে রেখে মাঝে মাঝে সুন্দর বক্তব্য দেন। কিন্তু দেশের মানুষের সুস্থ্যতার জন্য তার কোন চিন্তা নেই। এ দেশের এমপি মন্ত্রীদের পরিকল্পনা ভিন্ন । খাটের নিচে কি রাখবেন তারা ওই চিন্তায় ব্যস্ত থাকেন। আবার কেউ কেউ একটা মোবাইল নাম্বার দিয়ে কতজনের টাকা আত্মসাৎ করা যায় ওই পরিকল্পনা করেছেন।
১টা ডিম ১ হাজার টাকায় কিনা যায় তারা এমন পরিকল্পনাও করেছেন। যাদেরকে এই দুর্নীতি বাজ বলা হলো, দুভার্গ্য হলেও আমরা তাদের হাসি দেখতে পেলাম। যেই দেশের র্দুনীতিবাজদের মুখে হাসির ঝিলিক দেখা যায়, ওই দেশে অন্তত তাদের দিয়ে জনগণের উপকার হতে পারে না। তাদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়। বক্তারা আরো বলেন, আমরা শুরু থেকেই নারায়ণগঞ্জে আইসিইউ সহ করোনা হাসপাতালের দাবী জানিয়েছি।
কিন্তু ৩ মাস পরে গিয়ে এই এখানকার ৩শ’ শয্যা হাসপাতালে আইসিইউ বসানো হলো। আমাদের প্রশ্ন হলো এই তিন মাস তারা কি করলো। তারা কি তাহলে একটা সুযোগ খুজছেন। দান্দা করে নিজেদের কামাই করে নেয়ার চিন্তা হলো তাদের আসল কাজ। করোনা রোগিদের সঠিক চিকিৎসা সেবা দেয়ার দাবী জানাই।
ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ শহর শাখার সহ সভাপতি আবুল বাশার খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন শহর শাখার সভাপতি আবদুল হাই, সহ সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক আবদুর রহমান রোমান, যুব বিষয়ক সম্পাদক মোস্তফা সরকার, ইশা শ্রমিক আন্দোলন শহর শাখার সেক্রেটারি মোস্তফা তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।