সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীদের লাশ দাফন করতে গঠিত দাফন কমিটির সদস্যদের প্রশিক্ষন এবং করোনাভাইরাস প্রতিরোধে মানুষের দেহের পুষ্টি চাহিদা মেটাতে করনীয় বিষয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জুলাই) সন্ধায় নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার উদ্দিন খোকনের আহ্বানে এবং Time 2 Give অায়োজনে ১০নং ওয়ার্ডের গোদনাইল উচ্চ বিদ্যালয়ে এই অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
Time 2 Give এর প্রধান নির্বাহী আরাফাত আহমেদ রাজিব এর সভাপতিত্বে অালোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের করোনাকালে মানবিক দুই কাউন্সিলর টিম খোরশেদের টিম লিডার ও Time 2 Give এর এডমিন প্যানেল সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল অালম খন্দকার খোরশেদ এবং টিম কুইক রিসপন্স ১২ এর টিম লিডার ও Time 2 Give এর এডমিন প্যানেল সদস্য ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
Time 2 Give এর সার্বিক সহযোগীতায় নবগঠিত দাফন কমিটির সদস্যদের লাশ দাফন সংক্রান্ত প্রশিক্ষন প্রদান করেন টাইম টু গিভ এর প্রধান নির্বাহী আরাফাত আহমেদ রাজিব।
অালোচনা সভা শেষে নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার উদ্দিন খোকন সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই করোনাকালে মানবিকভাবে সম্মুখ সারিতে থেকে জনগনের সেবা প্রদান করায় নারায়ণগঞ্জের দুই করোনাবীর কাউন্সিলর খোরশেদ ও কাউন্সিলর শকুকে ধন্যবাদ জানান। পাশাপাশি আলোচনা সভায় উপস্থিত হয়ে করোনাকালের শুরু থেকে দাফনকার্যে এবং মানুষের দেহের পুষ্টিচাহিদা পূরেনে মানবসেবায় কাজ করে নিজেদের অর্জিত অভিজ্ঞতাগুলো জানিয়ে ১০নং ওয়ার্ডের নবগঠিত কমিটির সদস্যদের সাথে অালোচনা সভায় অংশগ্রহন করায় দুই করোনাযোদ্ধার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন কাউন্সিলর ইফতেখারউদ্দিন।
অালোচনা সভা শেষে Time 2 Give এর পক্ষ থেকে ১০নং ওয়ার্ডের নবগঠিত দাফন কমিটির প্রত্যেক সদস্যদের জন্য সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী ও বোট জুতা কাউন্সিলর ইফতেখারউদ্দিনের হাতে উপহারস্বরুপ তুলে দেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও শওকত হাসেম শকু।