সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
গত রবিবার (২৮ জুন) থেকে চাষাড়া চানমারী থেকে তল্লা রেললাইন পর্যন্ত খাল পুনঃখননের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। গতকাল সোমবার ( ২৯ জুন) রাতে খানপুর বউ বাজার রেললাইনের পাশে কিছু দখল কারীরা পুনরায় সেই খাল দখলের চেষ্টা করে খুটি গেড়ে দোকান বাসানোর চেষ্টা করে।
আজ মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র আইভীর নির্দেশে ১২নং ওয়ার্ড কাউন্সিলর শকু ফের সেই দখলকরা দোলান উচ্ছেদ করেন।
কাউন্সিলর শকু বলেন, এই খাল পুনরায় আগের মত দেখতে চাই। এই খালটা যেন খালের মতই থাকে কখনো যেন নলায় পরিণত না হয়। আমার সাথে জাহাঙ্গীর খোকন ভাই আছেন শামসুজ্জামান ভাসানী ভাই আছেন অন্যান্য লোকজন আছেন সবাইকে সাথে নিয়ে আমরা এই অবমুক্ত টা করতে চাই এবং সকলের সহযোগিতা কামনা করছি।
জলাবদ্ধতায় যদি কারও ঘরে পানি ঢুকে তাহলে প্রথমেই সবাই বলে কাউন্সিলর কি করছে? সিটি কর্পোরেশন কি করছে?
তিনি আরও বলেন, এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাদের অনেকদিনের পরিকল্পনায় আমরা এই খাল অবমুক্ত করাএ চেষ্টা করছি। আপনারা দৃষ্টি রাখবেন খালটা যেন কারও দখলের দায়িত্বে না যায়।
জাহাঙ্গীর খোকন বলেন, এখানে আমরা খানপুরবাসী উপস্থিত আছি। কাউন্সিলর শকু যিনি ২০০৭ সাল থেকে শুরু করে এই পর্যন্ত বিশাল ব্যাপকতা লাভ করেছেন। তিনি দীর্ঘ ৭ দিন যাবত অক্লান্ত পরিশ্রম করে এই খালটি অবমুক্ত করার চেষ্টা করছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা চলে যাওয়ার পর কিছু দখলকারীরা দখলের চেষ্টা করেছে।
আপনাদের বলতে চাই যারা পানিতে ডুবে আছে ঘর থেকে বেরোতে পারছে না আপনাদের অপকর্মের কারণে।
আপনারা এই অপকর্মের পথ থেকে বেরিয়ে আসুন আমাদের সহযোগিতা করুন এবং এলাকাবাসীর পাশে থাকুন।