সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের সিদ্বিরগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তির লাশ দাফন,কাফন ও সনাতন ধর্মালম্বীদের সৎকারের জন্য সিদ্বিরগঞ্জ থানার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন আনোয়ারের নেতৃত্বে ১৬ জনের স্বেচ্ছাসেবক দল ঘোষনা করা হয়েছে।
মোফাজ্জল হোসেন আনোয়ার সংবাদমাধ্যমকে জানায়,আমরা শুধু নাসিক ৮নং ওয়ার্ডের জন্য কাজ করবো না পুরো সিদ্বিরগঞ্জ থানার করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফন,কাফন/সৎকারের জন্যও কাজ করবো।
তিনি আআরো বলেন,করোনায় আক্রান্ত ব্যক্তিদের গোসল, দাফন, জানাজা ও কবরস্থ করার সময় ব্যবহারে জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার খান তুষার ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ শাহজালাল সেফটি গ্লাস ও মাস্ক সমন্বিত একটি উপহার আমার হাতে তুলে দেন।মহানগর ছাত্রদল ও মহানগর ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতি রইলো শুভ কামনা।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার খান তুষার বলেন,মোফাজ্জল হোসেন আনোয়ার সাবেক সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল। এগিয়ে যান ভাই আমরা আছি সর্বদা আপনার সাথে। কিছু মুখোশধারী যুবদল নেতা তারা দাবি করে সিদ্ধিরগঞ্জে নাকি মৃত ব্যক্তিদের দাফন-কাফন তারা করিয়ে থাকে, ধিক্কার জানাই তাদের। সময়ের সাহসী সন্তান মোফাজ্জল হোসেন আনোয়ার ভাই। আন্তরিকভাবে অভিনন্দন রইল মোফাজ্জল হোসেন আনোয়ার ভাই ও তার টিমের জন্য।শহর পেয়েছে খোরশেদ আলম খন্দকার কে আমরা সিদ্ধিরগঞ্জ বাঁশি পেয়েছি মোফাজ্জল হোসেন আনোয়ার কে।
মোফাজ্জল হোসেন আনোয়ার,নূর হোসেন,জাবেদ,আবু সাঈদ,রাজিব,সবুজ,শাওন মাঝি,আহাদ,মনির,শান,মিরাজ সহ মোট ১৬ জনের স্বেচ্ছাসেবক কাজ করবে।