সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
করোনা ভাইরাসের মধ্যে গণপরিবহন চালুর কিছু পর থেকেই নারায়ণগঞ্জে বিশৃঙ্খলভাবে চলছে গণপরিবহন। বেশিরভাগই স্বাস্থ্যবিধি মেনে চালাচ্ছে না।
অতিরিক্ত যাত্রী, সহকারী দরজায় দাঁড়িয়ে যাত্রী তোলা, স্প্রে ও মাস্ক ব্যবহার না করাসহ নানা অভিযোগ গণপরিবহনের বিরুদ্ধে। ফলে করোনার ঝুঁকি বেড়েই চলছে।
যাত্রীরা বলছেন, প্রথম দিকে নিয়ম মেনে চললেও এখন স্বাস্থ্যবিধি মোটেও মানা হচ্ছে না গণপরিবহনে। দরজায় হেলপার গায়ে হাত দিয়ে যাত্রী তোলা করোনার ঝুঁকি সবচেয়ে বেশি।
এছাড়াও লেগুনা ও অটো রিকশা গুলোতেও মানা হচ্ছে না কোনো নিয়ম বা স্বাস্থবিধি। এছাড়া স্প্রে তো করাই হয় না।
এতে করে করোনার ঝুকি তো বাড়ছেই, সাথে সাথে করোনা আক্রান্ত হওয়ার সঙ্কাও বেশী দেখা যাচ্ছে।