সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনার আইডি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামালের নাম ব্যবহার করে কোন অপশক্তি হ্যাক করার চেষ্টা করতে চেয়েছিল।
শনিবার (২৭ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ফেসবুক একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন দিনা। দিনা তার ফেসবুক স্ট্যাটাসে জানান,ফেসবুক চালাচ্ছি হঠাৎ দেখি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল ভাই এর মেসেজ। আমি সাথে সাথে তাকে সালাম দিয়ে রিপ্লে দিলাম। তখন উল্টা দেখি সেই আইডি থেকে আমাকে ভাবী সম্মোধন করে রিপ্লে আসল।
আমি অবাক হয়ে গেলাম কামাল ভাই আমাকে ভাবী বলছে কেনো? তাকে প্রশ্ন করলাম সেই আইডি থেকে রিপ্লে আসলো মজা করালাম। তারপর বললো আমার নাম্বারে একটা কোড গেছে ঐটা তাকে দিতে বুঝতে বাকি রইলনা আমার এইটা এটি এম কামাল ভাই নয়।
অবশ্যই তার আইডি হ্যাক হয়েছে এবং আমার আইডিও হ্যাক করার চেস্টা করছে কোন জারজ সন্তান। তারপর আইডির প্রোফাইলে গিয়ে বুঝতে পারলাম এটি এম কামাল ভাই এই আইডি চালায় না। সাথে সাথে আইডি টি ব্লক করে দিলাম এবং আমার আইডির সিকিউরিটি জোরদার করলাম তারপরেও জারজদের তো বিশ্বাস নেই। ওরা আমার আইডি হ্যাক করার অপচেষ্টা করেই যাবে। তাই যদি কখনো আমার আইডি থেকে কোন বাজে পোস্ট দেখেন তাহলে বুঝে নিবেন আমার আইডিও হ্যাক হয়েছে।
অবশেষে এইটুকুই বলবো যারা ফেইক আইডি চালিয়ে মানুষকে হয়রানী করে এবং অন্যের আইডি হ্যাক করার অপচেস্টা চালায় তারা ১০০% জারজ সন্তান।