সকাল নারায়ণগঞ্জঃ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা ত্রাণ সামগ্রী ১১ ও ১২ তম ধাপে নাসিক ১নং ওয়ার্ডে ১ হাজার ৫০ জন নিম্ন, মধ্যবিত্ত ও অসহায় পরিবারকে প্রদান করেছেন কাউন্সিলর হাজী ওমর ফারুক।
শুক্রবার (২৬ জুন) পাইনাদি নতুন মহল্লা তালতলা ক্লাব,পি এম মোড়,হিরাঝিল,সি আই খোলা,মক্কি নগর ও ধূনুহাজী রোড এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরিবার গুলোকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিদ্দিরগঞ্জ থানার সিনিয়র সহ সভাপতি সাদেকুর রহমান সাদেক,মুক্তিযুদ্বা সমসের আহমেদ এবং সিদ্দিরগঞ্জ থানার ছাএলীগ আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মনা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফারুক হোসেন,নেছার উদ্দিন, জাহাঙ্গীর, হান্নান, মাস্টার বাবু,হাবিবুল্লাহ, রিয়াজুল,জাহানারা বেগম, মেরি সুলতানা প্রমূখ।
কাউন্সিলর ওমর ফারুক বলেন, নিয়মিত আমি আমার ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারগুলোকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা সরকারী ত্রাণ সামগ্রী প্রদান করছি। পাশাপাশি আমার নিজস্ব তহবিল থেকেও অসহায়দের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। ‘ইন-শা-আল্লাহ’ আমার ওয়ার্ডের কোন সম্প্রদায়ের মানুষ না খেয়ে কষ্ট করবেনা।
চলমান বর্তমান দুর্যোগে আমি আমার সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি এবং করে যাবো। দেশব্যাপী চলমান সাধারণ ছুটি এবং বিভিন্ন জেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিশাল জনগোষ্ঠি। এদের খাদ্য নিশ্চিতে সরকারী ও বেসরকারীভাবে খাদ্য সহায়তা চলমান রয়েছে।
এর ধারাবাহিকতায় নাসিক ১নং ওয়ার্ডে কাউন্সিলর ওমর ফারুক শুরু থেকে সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে এবং সরকারী খাদ্য সহায়তা চলমান রেখেছেন।