সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
রবিবার (২৮ জুন) থেকে রেললাইনের খাল পুনঃখননের কাজ শুরু হবে বলে জানান সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
এর আগে ১৮ জুন তিনি তার সেচ্ছাসেবক টিম দ্বারা খানপুর রেল লাইনের খাল পরিষ্কার করান। ভাড়ী বর্ষনের ফলে গোটা এলাকা কৃত্রিম জলাবদ্ধতায় তলিয়ে যায়। তাই এক ঘন্টার মধ্যে যেম পানি নেমে যায় তার জন্যে তিনি এই উদ্যোগ নেন। চাষাড়া চানমারী রেললাইন থেকে শুরু করে হাজীগঞ্জ বাজার রেল লাইন পর্যন্ত এই খাল পুনঃখনন করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) কাউন্সিলর জনাব শওকত হাসেম শকুর দীর্ঘ প্রচেষ্টার ফলে খানপুর রেল লাইন খালের পূনঃখনন ও অবৈধ দখলদারদের থেকে খাল পূনরায় উদ্ধার করার লক্ষে এক্সিবেটর (ভেকু) আনা হয়।
এর মাধ্যমে বর্ষাকালীন জলাবদ্ধতা থেকে অত্র ওয়ার্ডের চাষাড়া,মিশনপাড়া,ডন চেম্বার,খানপুর বাজার,সরদার পাড়া,নগর খানপুর ও হাসপাতাল রোড সহ জলাবদ্ধতা মুক্ত করা হবে এবং মাদকের হাট হিসেবে পরিচিত খানপুর রেল লাইনের এলাকা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হবে।
কাউন্সিলর শকু বলেন, এই মহতি পরিকল্পনা বাস্তবায়নে অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।