সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর নির্দেশে পানি বন্দী মানুষের মাঝে তার সেচ্ছাসেবীদের নিয়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দিয়েছেন নাসিক ৭,৮,৯ নং ওর্য়াডের কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
সোমবার (১৫ জুন) বিকালে ৮ ও ৯ নং ওয়ার্ড এর মধ্যবর্তী স্হান মধুগড় এলাকায় ত্রানের পেকেট কাধে বহন করে অসহায় ও দুস্থদের মাঝে দিনা নিজ হাতে এ উপহার পৌছে দেন।
নাসিক কাউন্সিলর দিনা বলেন,এই এলাকার মানুষ পুরা বর্ষাকাল জুরে পানি বন্দী থাকে।এমন অনেক পরিবার আছে তাদের ঘরে কোন খাবার নেই।তাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র মহোদয়ের নির্দেশে আমার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর স্বেচ্ছাসেবক টিম এর সহোযোগিতায় পানি বন্দী ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দিয়ে আসি। দিনা বলেন,এখানে ত্রান নিয়ে যাওয়ার জন্য কোন রিক্সা বা বাহন যাওয়ার উপায় নেই।তাই আমি ও আমার স্বেচ্ছাসেবক টিম সবাই ত্রানের পেকেট নিজেদের কাধে বহন করে বাড়ী বাড়ী খাবার পৌছে দেই।
মানীয় মেয়র মহোদয় অলরেডি এই এলাকার রাস্তা নির্মানের কাজ শুরু করে দিয়েছে এবং অনেকাংশ পর্যন্ত ড্রেন নির্মান সম্পন্ন হয়েছে কিন্তু করোনা মহামারীতে আপাতত রাস্তা নির্মানের কাজ স্থগিত তাই বর্ষা মৌসুম শেষ হলে ইনশাআল্লাহ বাকি রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে।আর তাছাড়া ডি এন ডি প্রকল্পের কাজ ও মানবীয় এমপি মহোদয়ের সহোযোগিতায় সেনাবাহিনীর মাধ্যমে চলছে।
আশা করি খুব দ্রুত ডি এন ডি বাডীর জলাবদ্ধতার কষ্ট দুর হবে। দিনা আরও বলেন,আমাকে সহায়তা করার জন্য মেয়র মহোদয়কে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।আর যাদের কথা না বললেই নয় তারা হলেন আমার ৭, ৮ ও ৯ এর স্বেচ্ছাসেবক টিম।
তাদের সহোযোগিতা ছাড়া এই দূর্গম যায়গায় আমার একার পক্ষে ত্রান পৌছানো সম্ভব হতো না।ত্রান বিতরন করতে গিয়ে কিছুটা আহত হয়েছি চিকিৎসা চলছে আল্লাহ ভরসা। “এখন রাজনীতি করার সময় না” মন্তব্য করে দিনা বলেন,যদি আমার এই স্ট্যাটাসটা দেখে কারো হেল্প করতে মন চায় তাহলে এই এলাকার মানুষ গুলিকে একটু হেল্প কইরেন।এখন দলমত নির্বিশেষে সবাই হাতে হাত মিলিয়ে অসহায় মানুষের পাশে দাড়াব।
সবাই এক হয়ে করোনা ভাইরাস মোকাবেলা করবো।সবাই ভালো থাকেন সুস্হ থাকেন আর নিরাপদে থাকেন। পরিশেষে দিনা আজ আমার জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের উদ্দেশ্যে করে বলেন, ব্যাস্ততার কারনে কাউকে রিপ্লে দিতে পারিনাই দয়া করে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।আর আমার জন্য দোয়া করবেন।যতক্ষণ সুস্হ আছি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকব।।