1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বন্দরে গৃহবুধু হত্যায় স্বামী রিমান্ডে - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-১১ আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ চাষাড়ায় যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ৫,৫০০ টাকা জরিমানা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক না:গঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত না:গঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠি জমি দখল নিয়ে ছাত্র জনতার মানববন্ধনে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে হামলার অভিযোগ  পুলিশের উপস্থিতিতেও যেন কমছে না চাষাড়া শহীদ মিনারে মারামারি আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন”

বন্দরে গৃহবুধু হত্যায় স্বামী রিমান্ডে

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৩৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বন্দরে নববধূ তামান্নাকে হত্যার অভিযোগে স্বামী ফয়সালকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে পুলিশ মামলার সুষ্ঠ তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে ১ দিন মঞ্জুর করেন বিচারক। রিমান্ডকৃত ফয়সাল বন্দর থানার আমিরাবাদ বটতলা এলাকার আবুল হোসেনের ছেলে। রিমান্ড এর সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এড.ফিরোজ মিয়া।

ফিরোজ মিয়া জানান,মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেফতার কৃত আসামী মো: ফয়সাল কে ৫ দিনের রিমান্ডের জন্য পুলিশ কতৃক আবেদন করেন এবং অদ্য তারিখে শুনানী শেষে আদালত কতৃক ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

থানায় দায়ের কৃত অভিযোগ হতে জানা যায় যে, ভিকটিমের ভাই মোঃ বিনিয়ামিন (৩৩), পিতা-মোঃ শহীদুল্লাহ, সাং-পানাম গাবতলী, পোঃ ও থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়র করিতেছি যে, আমার ছোট বোন মৃত মোসাঃ ছনিয়া আক্তার তামান্না (২০), বিগত ০৮ মাস পূর্বে প্রেমের সম্পর্কের টানে জনৈক মোঃ ফয়সাল (২৪), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-আমিরাবাদ বটতলা, পোঃ-নবীগঞ্জ বাজার, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ এর সাথে ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিবাহ হয়।

বিবাহের পর হইতে আমার মৃত বোন তার স্বামী উক্ত মোঃ ফয়সাল এর সাথে তাহার নিজ বাড়ীতে বসবাস করিয়া আসিতেছিল। ইং ১২/০৬/২০২০ইং তারিখ, বেলা ১২.০০ ঘটিকার সময় স্থানীয় মানবাধিকার কর্মী মনিরা বেগম তাহার মোবাইল ফোন হইতে আমার মায়ের মোবাইলে ফোন করিয়া জানায় যে, আমার বোন মোসাঃ ছনিয়া আক্তার তামান্নাবন্দর থানাধীন আমিরাবাদ বটতলা সাকিনস্থ তাহার স্বামীর পূর্বমুখী দু-চালা টীনের ঘরের উত্তর বাশের কক্ষে বাঁশের আড়ার সাথে তাহার নিজের ওড়না গলায় প্যাঁচাইয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করিয়াছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি আমার নিকটতাত্নীয় স্বজনের নিয়া ইং ১২/০৬/২০২০ তারিখ বেলা-১৩.০০ ঘটকিার সময় ঘটনাস্থলে আসিয়া আমার বোনের স্বামীর পূর্বমুখী দু-চালা ঘরের উত্তর পাশের কখ্ষে খাটের মধ্যে আমার বোনের মৃতদেহ শুয়ানো অবস্থায় দেখিতে পাই।

তখন আমার বোনের মৃতদেহের গলায় ফাঁসির দাগ, জিব্বা বের হওয়া ও কানের উপর রক্তাক্ত জখম অবস্থায় দেখিতে পাই। স্থানীয় লোকজন জানায় যে, ইং ১২/০৬/২০২০ তারিখ ০৭.০০ ঘটিকা হইতে সকাল ০৮.০০ ঘটকিার মধ্যে যে কোন সময় আমার বোনকে তাহার স্বামীর পূর্বমুখী দু-চালা টীনের ঘরের উত্তর পাশের কক্ষে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচাইয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করিয়াছে মর্মে প্রাথমিক ভাবে জানিতে পারি।

অতঃপর বিষয়টি পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আমার বোনের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া লাশ ময়না তদন্তের ব্যবস্থা করেন। পরবর্তীতে আমি আমার সঙ্গীয় লোকজন আশপাশের লোকজনের নিকট জানিতে পারি যে, আমার বোনের স্বামী বিবাদী- ১। মোঃ ফয়সাল (২৪), পিতা- মোঃ আবুল হোসেন, সাং-আমিরাবাদ বটতলা, পোঃ-নবীগঞ্জ বাজার, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, তাহার বোন বিবাদী ২। মোসাঃ দীনা (৩৫), ৩। শিউলি (২৮), উভয় পিতা-মোঃ আবুল হোসেন, ৪। মোঃ আবুল হোসেন (৫৫), পিতা-অজ্ঞাত, ৫। মোসাঃ সুফিয়া বেগম (৫০), স্বামী-মোঃ আবুল হোসেন, সর্ব সাং-আমিরাবাদ বটতলা, পোঃ-নবীগঞ্জ বাজার, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ আসামীগণ আমার বোনের বিবাহের পর হইতে আমার বোন কে নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করিত।

আমার বোন বিষয়টি আমাদেরকে জানাইলে আমরা তাকে ধর্য্য ধারন করার করার কথা বলি। সে মোতাবেক আমার বোন আসামীদের শারীরিক ও মানসিক নির্যাতন শয্য করিয়া তাহার সাথে ঘর সংসার করিতে থাকে। উক্ত আসামীরা বিভিন্ন সময় আমার বোনকে আত্নহত্যা করয়িা মরিয়া যাইতে বলে বলিয়া আমাদেরকে বেশ কয়েক বার জানাইয়াছে।

আমাদের ধারনা যে, আমার বোন উক্ত আসামীদের জ্বালা যন্ত্রনা শয্য করতে না পারিয়া ইং ১২/০৬/২০২০ তারিখ সকাল ০৭.০০ ঘটিকা হইতে সকাল ০৮.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় উক্ত আসামীদের প্ররোচনায় আমার বোন গলায় ওঢ়না প্যাঁচাইয়া ঘরের আঢ়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করিয়াছে। আমার বোনের মৃত্যুর জন্য উক্ত আসামীরাই দায়ী।

আমার বোনের অন্য কোন কারনে মৃত্যু হইয়াছে কিনা, তাহা ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তী সাপেক্ষে নিরুপন করা যাইবে। বিষয়টি আমি আমার আত্নীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। উল্লেখ্য যে, উক্ত বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন্দর থানার এসআই হানিফ, তিনি জানান সোনিয়ার মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর তার লাশ দেখতে পাই এবং মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরী করি।

তবে বাদী পক্ষের লেকজন বলেন যে, বন্দর থানার এসআই হানিফ আসামী পক্ষের লোকজন হইতে মোটা অংকের ঘুস গ্রহন করে সুরতহাল রিপোর্টে মৃত মোসা: সনিয়া আক্তার তামান্নার কানের উপর রক্তাক্ত জখম ছিল তাহা তিনি উল্লেখ করেন নাই। পরবর্তীতে মৃত মোসা: সোনিয়া আক্তার তামান্না স্বামী মো: ফয়সাল কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের নামে থানায় নিয়ে আসে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL