সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগের জৈষ্ঠ্য নেতা মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক ১৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মনিরুজ্জামান মনির।
এক শোক বার্তায় তিনি জানান, জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের একজন বর্ষিযান ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা। তার মৃত্যু আওয়ামীলীগে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি করেছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য মোহাম্মদ নাসিম শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
করোনায় আক্রান্ত হয়ে গত ১ জুন থেকে ঢাকার শ্যামলীর এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাসিম। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায়ই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় কিন্তু বিদেশে নেয়ার আগেই তিনি মারা যান।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।মোহাম্মদ নাসিম জাতীয় সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জ থেকে সাংসদ হিসেবে প্রতিনিধিত্ব করছিলেন।