সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওর্য়াডের কাউন্সিলর আয়শা আক্তার দিনাসহ পরিবারের সবার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।
করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর দিনার স্বামী সায়েম প্রধান
তিনি জানান, ৭ মে পরিবারের সবার করোনা পরিক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে পাঠানো রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। কাউন্সিলর দিনা ও তার স্বামী সায়েম ছাড়াও মা,ভাই, ছোট ভাইয়ের বউ ও ছোট দুই বোনের সবার পরীক্ষায়ও নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন একই সূত্র।
নাসিক কাউন্সিলর তার ফেসবুকে এক স্টাটাসে জানান,আলহামদুলিল্লাহ আমার ও আমার পরিবারের সকল সদস্যর গত ০৭ তারিখে করোনা নমুনা পরীক্ষা করতে দেই।আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজ রিপোর্ট আসে।
আপনাদের সকলের দোয়ায় আল্লাহপাকের রহমতে আমারও আমার পরিবারের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সচেতনতার জন্যই এই পরীক্ষা করিয়ে ছিলাম।নমুনা দেওয়ার পর থেকেই আমি নিজেই আইসোয়েশনে ছিলাম।ঘর থেকে বের হইনি। আমার হাসবেন্ড, আমার ছোট ভাই এবং আমার স্বেচ্ছাসেবক টিম এই কয়দিন আমার সকল কার্য পরিচালনা করেছে।
আল্লাহপাকের রহমতে আগামীকাল থেকে আবার শুরু করব স্বশরীলে উপস্থিত থেকে আপনাদের সেবা দেওয়ার কার্যক্রম। আপনারা সবাই আমার,আমার পরিবার এবং আমার স্বেচ্ছাসেবক টিমের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই নারী কাউন্সিলর করোনার শুরু থেকেই অসহায় ও দুস্থদের মাঝে সরকারি ত্রান ছাড়া ব্যক্তিগত ভাবে ত্রান দিয়ে গেছেন।
এছাড়াও সবাইকে সচেতন করার জন্য বাসায় বাসায় গিয়ে করোনা সম্পর্কে সচেতন করেছেন কাউন্সিলর দিনা।তাছাড়াও কিছু মানবিক কাজ করে আলোচনায় উঠেছেন এই কাউন্সিলর।মানবিক কাজের মধ্যে ছিলো গর্ববতী মায়েদেরকে হাসপাতালে নিয়ে ডেলিভাবি।
এছাড়াও ওই সকল মায়েদেরকে ১ মাসের খাবার সহ শিশু খাদ্য দিয়েছেন নাসিকের এই কাউন্সিলর।তার এমন কাজে সর্বমহল প্রশংসা করেছেন এবং তার এই কাজের জন্য সবাই দোয়া করেছেন।নাসিকের এই কাউন্সিলর একটি সেচ্ছাসেবী নারী টিম গঠন করেছেন।তার এই নারী টিম করোনার মৃতদেহ গোসল করানোসহ সর্বপ্রকার কাজ করে যাবেন বলে জানিয়েছেন নাসিকের কাউন্সিলর আয়শা আক্তার দিনা।