সকাল নারায়ণগঞ্জঃ
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৩০ মে) দুপুরে শহরের দেওভোগ পাক্কারোড এলাকায় যুবদল নেতা মন্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মোবাইলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, যে ব্যক্তিকে কেন্দ্র করে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিলো, আজ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বাষির্কী।
আজ আমরা সকলে তার জন্য দোয়া করবো, আল্লাহ্ যেন ওনাকে জান্নাতবাসি করেন।তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি আজ ভালো না। করোনা ভাইরাস (কোভিট-১৯) নিয়ে আমরা সহ অনেকেই আতঙ্কের মধ্যে আছেন। তার মধ্যেও আমরা বিভিন্ন কর্মসূচী করছি। বর্তমানে অনেক লোকজন খাবার পাচ্ছেনা। তারা খুব কষ্টে আছে। আমরা তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়ার ব্যবস্থা করবো।
আপনারা দোয়া করবেন, দোয়া করবেন জিয়া পরিবারের জন্য, দেশনেত্রী বেগম খালেদা ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুন্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করবেন।এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, সহ সাধারন সম্পাদক জাকির হোসেন সেন্টু, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি।
রাফিউদ্দিন আহমেদ রিয়াদ’ মহানগর শ্রমিকদলের সাধারন সম্পাদক মনির মল্লিক, নারায়ণগঞ্জ থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক আজিম সরদার, শ্রমিক দল নেতা মোতালেব হোসেন, হর্কাস শ্রমিক দল নেতা মো: সুজন, মো: আমজাদ হোসেন, আনিসুর রহমান টিটু, আব্দুল খায়ের বাবুল প্রমূখ।