1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
২৭'শ অসহায় পরিবার পাবে কাউন্সিলর ফারুক'র ঈদ উপহার - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মমিনউল্লা ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা ১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস সন্ধান চায় পরিবার  বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ

২৭’শ অসহায় পরিবার পাবে কাউন্সিলর ফারুক’র ঈদ উপহার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪৯৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

মরণব্যাধি করোনা ভাইরাসের ফলে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক। 


অসহায় দরিদ্র পরিবারগুলোতে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবারের ন্যায় এ বছর যাকাতের টাকায় লুঙ্গি – কাপড় না দিয়ে আটটি খাদ্য সামগ্রীর সমন্বয়ে ঈদ উপহার বিতরণ করার ঘোষণা দিয়েছেন তিনি। কাউন্সিলর ফারুকের এ ঈদ উপহার পাবে ওয়ার্ডের ২৭’শ অসহায় পরিবার। 


জানা যায়, দু/এক দিনের মধ্যেই অসহায় পরিবার গুলোর হাতে ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দিবেন এ কাউন্সিলর। সে অনুযায়ী খাদ্য সামগ্রী ২৭’শ প্যাকেট প্রস্তুতির কাজ চলছে।


যার প্রতি প্যাকেটে থাকবে ২ ধরনের দেড় কেজি সেমাই, ১ কেজি পোলার চাউল, ১ কেজি চিনি, ৬০০ গ্রাম পাউডার দুধ, আধা লিটার তেল, ১ প্যাকেট নুডুলস, বিভিন্ন মশলাসহ মোট আট আইটেমের খাদ্য সামগ্রী। 
সরেজমিনে দেখা যায়, ঈদ উপহারের এ প্যাকেটগুলো তৈরির কাজ চলছে পুরোদমে।


এ বিষয়ে কথা হলে কাউন্সিলর ওমর ফারুক বলেন, আমি নির্বাচন করার অনেক আগে থেকেই অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। প্রতি বছর ঈদের আগে লুঙ্গি-কাপড় দিয়ে থাকি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। করোনা ভাইরাসের কারণে সাড়া নারায়ণগঞ্জে চলছে লকডাউন। এমতাবস্থায় হাজার হাজার মানুষ কর্মহীন ও ঘরবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছে। ঈদের দিন যাতে সবাই একটু মিষ্টি ও ভালো খাবার রান্না করতে ও পরিবারের সবাই মিলে একসাথে খেতে পারে তাই ২৭’শ পরিবারের মাঝে এবার খাদ্য সামগ্রীর ঈদ উপহার পৌছে দেয়া হবে। সে লক্ষ্যে খাদ্য সামগ্রী প্যাকেট করা হচ্ছে বলে জানান এ কাউন্সিলর। 


উল্লেখ্য, করোনার এ ভয়াবহ পরিস্থিতিতে কাউন্সিলর ফারুক এ পর্যন্ত প্রায় সাত হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিতে পেরেছেন। যার মধ্যে তিন হাজার সরকারী ও বাকী চার হাজার তার ব্যক্তিগত তহবিল থেকে পৌছে দিয়েছেন।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL