সকাল নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারনে বিপর্যস্ত জনজীবনে যানবাহন বন্ধ ও দেশে লকডাউন থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাই এই অবস্থায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের দিক নির্দেশনায় ও মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপুর)নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জ থানা ছাত্রদল।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ভূলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রামের এক অসহায় কৃষক মোঃ আনোয়ার হোসেনের ১/৫ বিঘা জমির পাকা ধান কেটে দেয় তারা। রুপগঞ্জ থানা ছাত্রদল নেতা মোঃ নাহিদ হাসানের নেতৃতে ধান কাটায় অংশগ্রহণ করেন আঃ রাসেল, পনির,শামীম,সৌরভ,রুবেল, শরিফ, আরিফ,রনিসহ প্রমুখ।
এদিকে দিপু ভুইয়া জানান,রুপগঞ্জ থানার প্রতিটা ইউনিয়ন ও পৌরসভাতে ছাত্রদল এর নেতৃতে এই কাজ চলবে।যাতে এই মহামারীতে কেউ খাদ্য অভাবে না থাকে।আজকে থানা ছাত্রদল এক অসহায় কৃষকের ধান কেটে দিয়ে এই কার্যক্রম শুরু করে। ছাত্রদল নেতা নাহিদ বলেন,দেশের এ দূর্যোগময় সময়ে একজন কৃষক টাকার অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে পারছেনা। আবার অনেক কৃষক শ্রমিক না পেয়ে পাকা ধান কাটতে পারছেনা।
আর আমাদের দেশের কৃষকরা ঘরে ধান তুলতে না পারলে আমরা ভাত খেতে পারবনা। দেশে দেখা দিবে দুর্ভিক্ষ। তাই আমাদের থানা ছাত্রদলের পক্ষ থেকে যতটুকু সম্ভব কৃষকদের ধান কাটতে সাহায্য করছি। আমাদের যত কষ্ট হোক আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো।