সকাল নারায়ণগঞ্জঃ
নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহামারী করোনা দূর্যোগে বিপর্যস্ত হতদরিদ্র দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন, জাতীয় নীট গার্মেন্টস ডাইং শ্রমিক কর্মচারী ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দরা।
শুক্রবার (০১ মে) দিনব্যাপী ফতুল্লার বিসিক শাসনগাঁও এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের চার চার নির্বাচিত সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার তনয় আলহাজ্ব আজমেরী ওসমানের নির্দেশে দিনমজুর অসহায় ও মধ্যবিত্ত ১৫০টি পরিবারের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন, জাতীয় নীট গার্মেন্টস ডাইং শ্রমিক কর্মচারী ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মুন্না, মোঃ রুবেল দেওয়ান ও মোঃ সজীব।
এ সময় মুন্না বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলহাজ্ব আজমেরী ওসমান আমাদের নির্দেশ দিয়েছেন সকলকে সাধ্য মতো সাহায্য করার জন্য। তারই ধারাবাহিকতায় দিনমজুর কর্মহীন অসহায় ও মধ্যবিত্ত ১৫০টি পরিবারের কাছে এ উপহার সামগ্রী ঘরে ঘরে পৌছে দিচ্ছি ।
তিনি আরো বলেন, সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি, নিজ নিজ সাধ্য মোতাবেক করোনা ভাইরাস মোকাবেলায় বিপর্যস্ত অসহায় ও মধ্যবিত্তদের পাশে দাঁড়ান। এছাড়াও আল্লাহ তায়ালা’র কাছে প্রার্থনা করি তিনি এ মহামারী থেকে আমাদের এবং আমাদের সকলের পরিবারকে রক্ষা করুন।