সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ডবাসীকে নিরাপদে রাখতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংসদ শামীম ওসমানের নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার হাজী মোঃ আলাউদ্দিন হাওলাদার। এছাড়া তিনি করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং সাংসদ শামীম ওসমানের নির্দেশ মেনে তার বাড়ির ১২টি ভাড়াটিয়ার বাসা ভাড়া ও চিতাশালস্থ ২টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দেন।
তিনি ওয়ার্ডবাসীর কাছে হাত জোর করে মিনতি করে সবাইকে নিজ নিজ বাড়িতে থাকার আহবান জানিয়েছেন এবং আল্লাহর উপর ভরসা রেখে নামাজ, দোয়া-দরুদ পড়ে ও জিকির করে আল্লাহ’র কাছে দু হাত তুলে ফরিয়াদ করতে বলেন। তিনি বলেন, একমাত্র আল্লাত তায়ালা ই পারেন আমাদেরকে এ মসিবত থেকে রক্ষা করতে। এলাকাবাসীকে নিজ নিজ ঘরে থেকে নামাজ পড়ার অনুরোধও জানান তিনি। এছাড়া তিনি ওয়ার্ডবাসীকে ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, বর্তমানে যে ত্রাণ আসছে তা আমার ওয়ার্ডের জনসাধারণের জন্য যথেষ্ট নয়। তবে ধৈর্য্য ধরুন সরকার পর্যায়ক্রমে সকলের জন্য ত্রাণ সহযোগী দিবে, সবাই ত্রাণ সহযোগীতা পাবেন। তিনি আরো বলেন, আমার বাবা-মা নেই। আমি আল্লাহর পরে আমার এমপি সাহেবকে ভালোবাসি। আমার এমপি সাহেব যে যে নির্দেশ দেয় আমি তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমার এমপি সাহেব দয়ালু মানুষ, দানশীল ব্যক্তি, খুবই ভালো মানুষ। কেননা আমি মেম্বার হওয়ার পরে আমার এমপি সাহেব আমাকে যে অনুদান দিয়েছে, তার কারণে আমার এলাকায় কোন রাস্তাঘাট কাঁচা নেই। এমপি সাহেবের কারণে আমি সকল অলি গলিতে প্রচুর কাজ করেছি। আমার এলাকা থেকে ঢাকাস্থ কদমতলী পর্যন্ত যাবেন, এসকল রাস্তাই এমপি সাহেব করেছে।
৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার ইতিমধ্যেই সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে ওয়ার্ডের রাস্তা-ঘাটসহ সকল অলি-গলিতে জীবানুনাশক ছিটানো, পানি দ্বারা রাস্তা-ঘাট পরিস্কার করা, সরকারের দেয়া ৪২০ প্যাকেট ত্রাণ সহায়তা, সাংসদ শামীম ওসমানের দেয়া ২০০ প্যাকেট ত্রাণ সহায়তা অসহায়দের হাতে তুলে দেয়া, প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করাসহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারনা চালিয়ে তাদেরকে সচেতন করার কাজ করছেন। সরকারের এ সকল কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছেন হাজী মোঃ আলাউদ্দিন হাওলাদার। তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়াও ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পানির ড্রাম স্থাপন ও সাবানের ব্যবস্থা করে মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করা সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আলাউদ্দিন মেম্বার।
এ বিষয়ে ৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার বলেন, বর্তমান সময়ে সমগ্র বিশ্ববাসীর কাছে এক আতংঙ্কের নাম করোনা ভাইরাস, এ ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে হলে সবাইকে বেশি বেশি করে সচেতন হতে হবে।
সবার সচেতনতাই পারবে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত করতে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারকে সহযোগীতা করার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হলে সরকারকে তথ্য দিয়ে সহযোগীতা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর হাতে ধরি, পায়ে ধরি সরকারের সকল নির্দেশনা মেনে চলুন এবং যতদিন না করোনার এ সংকটময় পরিস্থিতির উন্নতি হয় ততদিন নিজ নিজ ঘরে থাকুন। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না।