সকাল নারায়ণগঞ্জঃ
জেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য সরকারি ০৬ টি এবং বেসরকারিভাবে ৭৮ টি চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আক্রান্ত রোগীদের সেবা দিতে সরকারী ও বেসরকারী চিকিৎসা কেন্দ্রে সর্বমোট ১৯০ জন ডাক্তার এবং ৩৫৩ জন নার্স প্রস্তুত রয়েছেন। এছাড়াও ৬ টি এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা সিরাজউদ্দোল্লা খান এসব তথ্য জানান।
তিনি আরো জানান, পয়লা মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে নারায়ণগঞ্জে ফেরা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৯শ ৬৮ জন। তবে, এর বিপরীতে চিহ্নিত করা গেছে ২৮০ জন। এরমধ্যে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ৪৯ জনকে চিহ্নিত করা গেছে। তবে, বিদেশ ফেরত ব্যক্তিদের মধ্যে এখনও সন্ধান মিলেনি। এর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ পর্যন্ত জেলাতে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে ৩১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সংখ্যা ৩ জন। এরমধ্যে কোয়ারেন্টাইন হতে এ পর্যন্ত ছাপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা ৭৭ জন। যারমধ্যে এদিন ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।