সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফজলুল হক রুমন রেজা, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো: শহীদুল ইসলাম, উপপরিচালক, পরিবার পরিকল্পনা কার্যালয়, নারায়ণগঞ্জ এবং মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ।