1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে বিজয়ী - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব- আনন্দধামে বিচারপতি ডা: তারেক  দুর্গাপূজায় সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়াডে বিএনপির পক্ষ থেকে পূজার উপহার: যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২০২৫ পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে বিজয়ী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৪ Time View

সকাল নারায়ণগঞ্জ :

প্রায় এক যুগ পর বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানীকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার ১০মে সন্ধ্যায়। এর আগে বিকেএমইএ’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯টায় শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ঢাকার বাংলামোটর ও নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনের আলাদা দুটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচনে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে বিজয়ী হয়। 

বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৫৭২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৪৩১ টি। এরমধ্যে ২৩টি ভোট বাতিল হয়ে মোট ৪০৮ ভোট বৈধ বলে গণ্য হয়েছে। 

এর আগে সবশেষ ২০১২ সালে এমন ভোটের আয়োজন হয় সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে। 

বিকেএমইএ’র ৫৭২ ভোটের মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন। ৩৫টি পরিচালক পদে প্রার্থী ৩৮জন। যেখানে ৩৫জন একই প্যানেলে ভোট করেছেন। প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স নামের ওই জোটের নেতা মোহাম্মদ হাতেম। তিনি নারায়ণগঞ্জের এমবি নীটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ’র সদ্য সাবেক সভাপতি। 

মোহাম্মদ হাতেম পূর্ণ প্যানেলে জয়ী হয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকল মালিকরা সুন্দর পরিবেশে ভোট প্রদান করেছেন। আমরা এই সুন্দর পরিবেশটা উপভোগ করেছি। ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর বিকেএমইএর জন্ম হয়। তখন থেকেই আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই প্রতিদান আজ সকল সদস্যরা আমাকে দিয়েছে।

এদিকে পরাজিত স্বতন্ত্র তিন প্রার্থী হলেন, বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL